Asif Ikbal Bhuiya

Digital Transformation Strategist | Global Marketing & Sales Tech Leader

আপনি কি জানেন বাজারে রিউমার আছে আপেল তৈরি করতে যাচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন|

আমরা বেশিরভাগ মানুষই মনে করে থাকি গুগল সার্চ ইঞ্জিন মার্কেটে মনোপলি ভাবে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু এটা আংশিক সত্য। আসলে এই মনোপলি খেলায় টিকে থাকতে গুগুল অ্যাপেলকে প্রতি বছর আট থেকে বারো বিলিয়ন ইউএস ডলার দেয় শুধু গুগল সার্চ ইঞ্জিন অ্যাপেল ডিভাইসগুলোতে  বাইডিফল্ট ইউজ করানোর জন্যে।

দিনশেষে সব কিছুই ব্যবসা। আর আমি আপনি আছি আইওস আর এন্ড্রোয়েড নিয়ে ঝগড়া ঝাটি নিয়ে। এতো ক্ষনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে গুগল এবং অ্যাপেলের একটা  উইন উইন বিজনেস ডিল। 

 আচ্ছা যদি ডিলটা কোন কারণে শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায় , তাহলে কি হতে পারে ধারণা করতে পারেন ?

হাঁ ঠিক ধরেছেন যা রটে তার কিছুটা হলেও ঘটে ! অ্যাপেলকে তাদের  নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করতে হবে।  আচ্ছা তাহলে কার বেশি লস হবে অ্যাপেলের না গুগুলের ?

দয়া করে আপনার মতামত কমেন্টে জানান !

 

সংজ্ঞায়িত করন :১

কী করছি কি করব , জীবনের এই ধারা গুলো কখনো সংজ্ঞায়িত করা সম্ভব নয় । পুতিগত ভাবে যতোই জীবনকে নকশী করন করা হোকনা কেন , জীবন চলবে তার আপন গতিতেই । আমরা শুধু পারি জীবন গতির লাগাম ধরে রাখতে। আর আমরা এই লাগাম ধরা লব্দ করতেই কাটিয়ে দেই এই জীবনের বেশিরভাগ । তারপর পুতিগত শিক্ষা আর বাস্তব কর্মকাণ্ডে যখন দেখি বিস্তর ফারাক , ধাক্কাটা লাগে তখন । হাইরে জীবন কি শিখাইলা আর কিই না করতে হচ্ছে এখন । আর সেই বাস্তবতার স্বাদ রপ্ত করতে করতে শেষ হয়ে যায় আরো অনেকটা সময় । তাই আমাদের উচিত এখনই বুঝে ফেলা জীবনে শিখার কখনও শেষ হবে না । তাই আমাদের কে যে করেই হোক বেরিয়ে আসতে হবে এই আদি চিন্তা চক্র থেকে। ( চলবে )

সংজ্ঞায়িত করন :২

আজ একটু সুচনা টানি , আমি কোন লেখক অথবা বিজ্ঞ মানুষ না । আমার লেখায় অনেক ভুল সবার দৃষ্টিকটূ হবে এটা অনেক স্বাভাবিক । আমার ডায়রি লেখা আর টুকি টাকি কাগজ কলমে কাটাকাটি ছাড়া তেমন কোন অভিজ্ঞতাও নাই । তাও আমার এই ছোট্ট জীবনের ছোট্ট চড়াই উতরাই থেকে অরজিত নিজের অভিজ্ঞতা গুলো একত্রিত করে ধরে রাখতে চাই।
এখন আসা যাক মুল বিষয়ে , শুরু করা যাক কিন্ডার গারটেন নামক চিড়িয়া খানা থেকে – কি হয় অই খানে আগে তা তুলে নেয়া যাক , বাচ্চাদের উজনের চেয়ে বেশি উজনের বই তুলে দেয়া হয় ওদের কাঁধে, জীবনের শুরুতেই এই কোমল মতি শিশুদের গড়ে তোলা হয় সমাজের ভুল ভাল চিত্র দিয়ে । একজন মধ্যবিত্ত পরিবার কখনই পারে না সো কল্ড হাই ক্লাস ভাল মানের কিন্ডার গারটেনে তার শিশুটিকে দিতে । চেষ্টার কমতি থাকে না অনেক কষ্টে যারা জয়ই হয় এই যুদ্ধে তারাই আসলে ভবিষ্যৎ বড় ভুলের আগ্রাসনে পরেন । আর এই ভুলের সংখ্যা কমেছে না বরং বাড়ছে। আর ভুলের পথে যাচ্ছে সবচেয়ে বেশীএই ভুল সমাজে বেড়ে উঠা শিশুরা । (চলবে ) Thursday, October 29, 2015

 

 

💬 Contact Me