Asif Ikbal Bhuiya

Digital Transformation Strategist | Global Marketing & Sales Tech Leader

🧠 ভুইয়াসাব কে?

ভুইয়াসাব হলো আসিফ ইকবাল ভূঁইয়ার মজার এক ভার্সন — একটু খোঁচা, একটু খ্যাপাটে, কিন্তু ভিতরে পুরোটাই বাস্তবতা। জার্মান প্রফেশনাল লাইফের ফাঁকে, এইখানে পাওয়া যায় Bangla টেক-মেটা-মোটিভেশনাল খিচুড়ি পোস্ট — খালি মজা না, ভাবনার খোরাকও।


🎯 এখানে যা পাবেন:

  • খোঁচা টাইপ Bangla status — সরাসরি কথা, কোনো ফিল্টার নাই
  • টেক-মোটিভেশন — AI, Migration, চাকরি খোঁজা, Self-doubt
  • Real-life Truth Bombs — জার্মানি থেকে বাস্তব শিক্ষা
  • Bhuiyasab Quotes — শেয়ারযোগ্য খোলা-মনের কথা

📢 Bhuiyasab স্টাইল পোস্টগুলো:

ভুইয়াসাব বলে:
“AI তো ভাই বেহেশতের রাস্তা না। কিন্তু ঠিকঠাক ব্যবহার করলে জাহান্নাম থেকে বাঁচায়।”

ভুইয়াসাব বলে:
“LinkedIn-এ সবাই লিডার, কিন্তু টয়লেট সাফ করতে বললে গায়েব।”

ভুইয়াসাব বলে:
“Freelance শিখতে গিয়ে বুঝলাম, YouTube এ ১০ মিনিটের ভিডিও = ৬ মাসের বাস্তব যুদ্ধ।”

ভুইয়াসাব বলে:
“AI আসবে চাকরি খাবে না — মূর্খতা খাবে। শেখেন, রক্ষা পাবেন।”

ভুইয়াসাব বলে:
“চাকরি পাই না, কারণ মার্কেট খারাপ না — প্রোফাইল ঝরঝরে না।”

ভুইয়াসাব বলে:
“জার্মানিতে এসে বুঝলাম, উইকেন্ড মানে ঘুম না — পরিষ্কার-পরিচ্ছন্নতা।”

ভুইয়াসাব বলে:
“সবাই চাকরি চায়, কেউ ক্যারেক্টার চায় না। ওখানেই তো সমস্যা।”

ভুইয়াসাব বলে:
“LinkedIn এ Motivation, কিন্তু অফিসে Micro-management — মানুষ ভাই confused।”


📲 Bhuiyasab কে Follow করেন এখান থেকেও:

  • Facebook — দৈনিক খোঁচা-মেটা পোস্ট
  • LinkedIn — পেশাদারদের জন্যও একটু Reality Check

ভুইয়াসাব কেবল মজা নয়। উনি আয়নার মতো — দেখায়, কিন্তু সাজায় না।

💬 Contact Me