আপনি কি জানেন বাজারে রিউমার আছে আপেল তৈরি করতে যাচ্ছে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন|
আমরা বেশিরভাগ মানুষই মনে করে থাকি গুগল সার্চ ইঞ্জিন মার্কেটে মনোপলি ভাবে ব্যবসা করে যাচ্ছে। কিন্তু এটা আংশিক সত্য। আসলে এই মনোপলি খেলায় টিকে থাকতে গুগুল অ্যাপেলকে প্রতি বছর আট থেকে বারো বিলিয়ন ইউএস ডলার দেয় শুধু গুগল সার্চ ইঞ্জিন অ্যাপেল ডিভাইসগুলোতে বাইডিফল্ট ইউজ করানোর জন্যে।
দিনশেষে সব কিছুই ব্যবসা। আর আমি আপনি আছি আইওস আর এন্ড্রোয়েড নিয়ে ঝগড়া ঝাটি নিয়ে। এতো ক্ষনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা হচ্ছে গুগল এবং অ্যাপেলের একটা উইন উইন বিজনেস ডিল।
আচ্ছা যদি ডিলটা কোন কারণে শেষ হয়ে যায় অথবা বাতিল হয়ে যায় , তাহলে কি হতে পারে ধারণা করতে পারেন ?
হাঁ ঠিক ধরেছেন যা রটে তার কিছুটা হলেও ঘটে ! অ্যাপেলকে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করতে হবে। আচ্ছা তাহলে কার বেশি লস হবে অ্যাপেলের না গুগুলের ?
দয়া করে আপনার মতামত কমেন্টে জানান !